স্কুল বন্ধ রাখার প্রতিবাদে জলপাইগুড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা দুই মাস স্কুল বন্ধ রাখার প্রতিবাদে রাস্তায় নামলো জলপাইগুড়ির শিক্ষার্থীরা। ভারতের জলপাইগুড়ির ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও এর ডাকে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

জানা গেছে, ঘূর্ণিঝড় ফণী ও গরমের কারনে গত ২ মে থেকে ৩০ জুন পর্যন্ত প্রায় দুই মাস স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারী করে রাজ্য স্কুল শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তি জারির পর থেকেই উত্তরের বিভিন্ন জায়গায় এই ছুটির বিরুদ্ধে রাস্তায় নামে সকল শিক্ষক ও ছাত্র সংগঠন।

আজ, ৯ মে ধুপগুড়ির ডাউকিমারীতে টানা দুই মাসের এই ছুটির বিরুদ্ধে বিক্ষোভ পালন করে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। বিক্ষোভ থেকে দ্রুত এই ছুটি কমিয়ে আনার দাবী করা হয়।

এই বিক্ষোভ মিছিলে অংশ নেন অল ইন্ডিয়া ডি এস ও, জলপাইগুড়ির ধীরাঞ্জন রায়, রামকিশোর রায়, রুস্তম আলী, কৃষ্ণ সরকার ও উজ্জ্বল রায়

স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থিরাও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।

এর আগে ৮ মে তুফানগঞ্জ-আলিপুরদুয়ার সড়ক এক ঘন্টার জন্য অবরোধ করে শিক্ষার্থীরা।

এসকে/রাতদিন