স্বল্পমূল্যে বড় ডিসপ্লের ফোন আনলো সিম্ফনি

বড় আকৃতির ডিসপ্লের ফোন আনলো দেশিয় ব্র্যান্ড সিম্ফনি। সাধ্যের মধ্যে দামের এই ফোনটির কনফিগারেশনও বেশ ভালো।

মঙ্গলবার , ৩০ জুলাই ‘সিম্ফনি আই ৯৭’নামের এই হ্যান্ডসেটটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

ফোরজি নেটওয়ার্ক সমৃদ্ধ স্মার্টফোনটি উন্মোচন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, হেড অফ সেলস এম এ হানিফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং মোহাম্মদ রিয়াদ এবং জেনারেল ম্যানেজার প্রডাক্ট ডিপার্টমেন্ট মুনিম এমডি ইশতিয়াক।

নতুন এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। যা চলবে আন্ড্রয়েড ৯.১ পাই অপারেটিং সিস্টেমে।

ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে, যার উপর আছে আইপিএস এলসিডি প্যানেল। এর রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল।

সিম্ফনি আই ৯৭ এ রয়েছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ডে এটি বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।

ডিভাইসটির সামনে ৮ এবং পিছনে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা রয়েছে। দীর্ঘসময় ব্যাকআপ দিতে রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি।

ফোনটির দাম নির্ধারন করা হয়েছে সাত হাজার ৪৯০ টাকা।

জেএম/রাতদিন