হজে রেকর্ড সংখ্যক নারীর সন্তান প্রসব

এবার পবিত্র হজ করতে গিয়ে রেকর্ড সংখ্যক নারী হজযাত্রী সন্তান প্রসব করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ বছর মক্কা, মিনা ও আরাফাতে আটজন নারী সন্তান প্রসব করেছেন।

আরব নিউজের খবরে বলা হয়, এর আগে কোনো বছর হজে গিয়ে এতো সংখ্যাক নারী সন্তান প্রসব করেননি।

এবার মক্কায় ৫, আরাফাতে ২ এবং মিনায় এক নারী হজযাত্রী সন্তান জন্ম দেন। প্রথম সন্তানটি হজের দ্বিতীয় দিন গত ১০ আগষ্ট পবিত্র আরাফাতের ময়দানে হজের আনুষ্ঠানিকতা পালন করার সময়  প্রসব করেন লিবীয় এক নারী।

জাবাল-আল রহমান হাসপাতালে ভর্তি ৪০ বছর বয়সী ওই লিবীয় নারীর ছেলে সন্তানের নাম রাখা হয় আরাফাত। নবজাতক ও তার মা সুস্থ থাকায় ওই নারীর স্বামী আশান ইউসুফ হাসপাতালে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞকা জানিয়েছেন।

 শনিবার দুপুরে পূর্ব আরাফাত হাসপাতলে ঘানার হজযাত্রী ময়মুনা আলী (২৩) সন্তান জন্ম দেন। নবজাতকের বাবা আবু বকর সৌদির ক্রাউন প্রিন্সের নামানুসারে ছেলের নাম রাখেন মো. সালমান।

এবি/রাতদিন