হতদরিদ্রের চাল বাজারে বিক্রি, আ.লীগ নেতা জেলে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কালোবাজারির দায়ে এক আওয়ামী লীগ নেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির ২৮৮ বস্তা চাল সরিয়ে নেন।

গতকাল সোমবার, ৬ এপ্রিল ওই আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদন্ড দেয়া হয়। আজ  মঙ্গলবার, ৭ এপ্রিল দুপুর পর্যন্ত উদ্ধার সরিয়ে ফেলা এসব চাল উদ্ধার করা যায়নি।

দণ্ডপ্রাপ্ত হলেন উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজিউল হক।

জানা গেছে, গতকাল দুপুরের দিকে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল কাগজে–কলমে হৃতদরিদ্রদের মাঝে বিতরণ দেখিয়ে কালোবাজারে বিক্রি করে দেন গাজিউল। তিনি খাদ্যবান্ধব কর্মসূচির ওই ইউনিয়নের ডিলারও।

এই অভিযোগের সত্যতা পাওয়ায় এবং তিনি নিজের মুখে কালোবাজারি করার কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ড দেন। আদালত পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া। গাজিউলকে এক মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। বাতিল করা হয় তাঁর ডিলারশিপ।

জেএম/রাতদিন