হনুমান তাড়াতে ক্ষেতে বাঘ নামালেন কৃষক

ক্ষেতের ফসল নষ্ট করছে হনুমান । হনুমানের অত্যাচারে অতিষ্ট  কৃষক ‘বাঘ’ এর সাহায্য নেয়া ছাড়া কোন পথই খোঁজে পাচ্ছিলেন না । হনুমান  বাঘকে ভীষণ ভয় করে। এখন কৃষক কোথায় পাবে বাঘ। হ্যা, বাঘ ঠিকই জোগাড় করে ফেললেন।  আর তাতে কাজও হল দিব্যি। নিশ্চয়ই ভাবছেন, হনুমান তাড়াতে বাঘ কোথা থেকে পেলেন তিনি ? এখানেই আসল ঘটনা ।

ভারতের কর্নাটকের তীর্থহালি তালুকের নালুরু গ্রামের বাসিন্দা শ্রীকান্ত গৌড়া। হনুমানদের ফসল খেয়ে যাওয়া বন্ধ করতে মাথায় আসে বাঘের কথা। তবে আসল বাঘ আর পাবেন কোথায়, তাই তিনি নকল বাঘের ব্যবস্থা করেন ।

প্রথমে একটি বাঘ-পুতুল ব্যবহার করেন। ক্ষেতের কাছে সেটিকে একটি উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেন শ্রীকান্ত। দেখেন এতে ভালই কাজ হচ্ছে। জমির সামনে ‘বাঘ’ দাঁড়িয়ে থাকতে দেখে ফসলের দিকে ঘেঁসার সাহস পাচ্ছিল না হনুমানগুলো। এই কৌশল  বেশীদিন টিকলোনা । চালাক হনুমান বুঝে ফেলেছে যে এটি নকল বাঘ-পুতুল।

 এবার নতুন বুদ্ধি মাথায় এলো শ্রীকান্তের। তিনি বাড়ির একটি  কুকুরকে বাঘের মতো ডোরাকাটা রং করেন । কুকুরটির গায়ে কলপের কালো রং মাখিয়ে দেন । দূর থেকে তার ডোরাকাটা দাগ দেখলে মনে হবে, সত্যিই যেন একটি বাঘ দৌড়ে বেড়াচ্ছে।

শ্রীকান্তের এই কুকুরকে বাঘ সাজানোর কৌশল ভালোই কাজে দেয় । বাঘ সেজে কুকুরটি ক্ষেতের চারদিকে ঘুরে বেড়ায় আর তার ভয়ে হনুমান ফসলের ধারেকাছেও ঘেঁষার সাহস করে না। (সূত্র: আনন্দবাজার)

এসকে/রাতদিন