হাতীবান্ধায় ঈদগাহ মাঠ দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধায় ঈদগাহ মাঠের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্ধা বাজারে ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুলতান নামে অভিযুক্ত ওই ব্যবসায়ি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মৃত চেয়ের উদ্দিনের ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাকালীবান্ধা ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মাসুদ হোসেনসহ অন্যান্যরা।

এ সময় তারা বলেন, সুলতান ঈদগাহ মাঠের জমি অবৈধ ভাবে দখল করতে মাটি ভরাট করা শুরু করেন। এর প্রতিবাদ করায় সুলতান ওই ঈদগাহ মাঠের মুসল্লিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদেরকেও হুমকি-ধামকি ও ভয় ভীতি দেখায় অভিযুক্ত সুলতান।

এ বিষয়ে অভিযুক্ত সুলতান জানান, আমি কোন ঈদগাহ মাঠের জমি দখলের চেষ্টা করিনি। আমি আমার পৈত্রিক সম্পত্তিতে মাটি ফেলেছি। ব্যক্তিগত শত্রুতার জেড়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

জেএম/রাতদিন

মতামত দিন