হাতীবান্ধায় ভাষা দিবসে ভিন্নধর্মী আয়োজন, কেরাত-তরজমায় শতাধিক প্রতিযোগি

লালমনিরহাটের হাতীবান্ধায় আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে কেরাত ও তরজমা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোরিয়া প্রবাসী আসাদুজ্জামান নূরের সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বড়খাতা কলেজে এটি অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ১১ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এটিএম ইফতেখার হোসেন মাসুদ, বড়খাতা  কলেজের অধ্যক্ষ মো. নূর- এ – ইলাহী বকুল, ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক নুর মোহাম্মদ, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের  বিশেষ প্রতিনিধি মিঠু ,  দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. হুমায়ুন কবীর আজাদ প্রমূখ।

জেএম/রাতদিন