হাতীবান্ধায় হতদরিদ্র ক্ষুদে স্কাউটসরা পেলেন খাবার, স্বাস্থ্য সচেতনতার পরামর্শ

বাংলাদেশ স্কাউটের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধায়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রায় ৫০ জন্য স্কাউট সদস্য’র মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

মঙ্গলবার, ২৩ জুন বেলা ১২টার দিকে হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটস’র সভাপতি সামিউল আমিন।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সময় ইউএনও সামিউল আমিন তাদের পরামর্শ দেন। পরে চাউল, ডাল, আলু  ও সাবান সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি তাদের তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা স্কাউটস’র সহ-সভাপতি ও এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম জুয়েল, স্কাউটস’র সাধারন সম্পাদক মনজুর হোসেন, সহ-সম্পাদক ফরিদা ইয়াসমিন, ২ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী, সহকারি শিক্ষক রোকনুজ্জামান সোহেল, সিংগীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফয়জুন নেসা মোনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন