হাতীবান্ধায় এক গাভীর তিন বাচ্চা দেখতে মানুষের ভীড়

লালমনিরহাটের হাতীবান্ধায় একই সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে একটি দেশী গাভী। বাচ্চা তিনটি দেখতে মানুষ ভীড় জমাচ্ছেন গাভীর মালিক নুর হোসেনের বাড়ীতে। তিনি ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডের হাট (কাল্টুর বাজার) এলাকার বাসিন্দা।

আজ বুধবার, ২৫ নভেম্বর নুর হোসেনের বাড়িতে ওই ঘটনাটি ঘটে।  ফেসবুকে ছবি প্রকাশ পাওয়ায় নিমেষে ভাইরাল হয় ওই গাভীসহ বাচ্চা তিনটি।

এ বিষয়ে নুর হোসেন বলেন, ‘আমার গাভীর বাচ্চা হবে জানতাম। কিন্ত এক সাথে তিনটি বাচ্চা প্রসব করবে তা আমি কল্পনাও করতে পারিনি। এটি আল্লাহর অশেষ রহমত। এছাড়া এক সাথে তিনটি বাচ্চা হওয়ায় আমি ও আমার পরিবারের সকলে খুবই আনন্দিত’। বাচ্চা তিনটি সুস্থ্য রয়েছে বলেও জানান তিনি।

উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, ‘এটা স্বাভাবিক বিষয়। একটি গাভীর তিনটি বাচ্চা হতেই পারে। এ দেশে এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে’।  

আরআই/রাতদিন