হাতীবান্ধায় চিকিৎসার নামে প্রতারণা, দুজনের কারাদন্ড

‘চিকিৎসক’ সেজে চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ব্যক্তিকে দেড় বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

তারা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গ্রামের সামসুল হকের ছেলে মফিজুল হক ও রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের আলতাব হোসেনের ছেলে রেজাউল করিম।

জানা গেছে, দন্ডপ্রাপ্তরা হাতীবান্ধায় ‘মাদার-সন হেলথ রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি লিমিটেড’ নামে এক সংস্থার পক্ষ থেকে কিছুদিন আগে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেন। পরে নিজেদের চিকিৎসক দাবি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

বিষয়টি নিয়ে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার, ১৪ মার্চ সন্ধ্যায় সেখানে অভিযান চালান হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন। এসময় নিজেদের দাবির প্রেক্ষিতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি মফিজুল ও রেজাউল।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দেড় বছর করে কারাদন্ড প্রদান করা হয়।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, দন্ডপ্রাপ্তদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। তাদের আগামীকাল শুক্রবার কারাগারে পাঠানো হবে।

এবি/রাতদিন