হাতীবান্ধায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল চালকের

হাতীবান্ধায় ট্রাক ও প্রাইভেট কার-এর মুখোমুাখি সংষর্ষে একজন নিহত হয়েছে। শনিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা দোয়ানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি।

তবে নীলফামারী জেলার ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তের প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ রাতদিন নিউজকে জানান, ‘নিহত শরিফুল ইসলাম (২০) প্রাইভেট কার চালক ছিলেন। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা নবাবগঞ্জ বাজার এলাকায়। সে ডিমলা উপজেলার ব্যবসায়ী আমিনুরের কার চালক ছিলেন।’

হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার সকালে ঘন কুয়াশায় হঠাৎ রাস্তায় একটি ট্রাকের সাথে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহুর্তে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট কারটি। স্থানীয়রা ছুটে এসে কারের ভিতরে থাকা চালকসহ অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালক শরিফুল ইসলামের মৃত্যু হয়।

এর আগেই ঘাতক ট্রাকটির চালক ও সহকারি চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি প্রসূন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতদিন ডট নিউজকে বলেন, ‘ওই প্রাইভেটকারের ভিতর থেকে আহত অবস্থায় দু‘জনকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে চালকের মৃত্যু হয়েছে।’

এমআরডি-১৯/০১/২০১৯