হাতীবান্ধায় দলবল নিয়ে শিক্ষকের হামলা, শিক্ষার্থী হাসপাতালে

লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজ শিক্ষক ও তার লোকজনের বিরুদ্ধে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন হাসানুর রহমান হিমেল নামের ওই শিক্ষার্থী।

আজ রোববার, ২৫ এপ্রিল সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে। আহত হিমেল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

জানাগেছে, পূর্ব শত্রুতার জেরে রোববার সকালে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের প্রভাষক রফিকুল ইসলাম ও তার লোকজন ঢাকা কলেজ পড়ুয়া হিমেলের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এতে বাধা দিলে হিমলকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।

এ ঘটনায় দুপুরে আহত হিমেল রফিকুল ইসলামসহ ছয়জনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মারধরের ফলে হিমেলের সারা শরীরে লালচে দাগের সৃষ্টি হয়েছে ও ফুলে গেছে।

 তিনি বলেন, ‘মামাদের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক ভাবে বিবাদ চলে আসছিলো রফিকুলের। এরই জেরে আমার ওপর হামলা চালানো হয়েছে’।

এ বিষয়ে জানতে রফিকুল ইসলামকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কোনো কথা না বলে কেটে দেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচএ/রাতদিন

মতামত দিন