হাতীবান্ধায় প্রাথমিকের ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে তার মা এই অভিযোগ দায়ের করেন।

শনিবার, ২৬ মার্চ রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগীর মা।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম শহিদ আলী। তিনি মধ্য সিঙ্গিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের শিক্ষক ও একই এলাকার এয়াকত আলী পুত্র শহিদ আলী (৩৪)। গত ২৩ মার্চ বিদ্যালয় ছুটি শেষে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ার সময় কৌশলে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মা ও প্রতিবেশীদের বিষয়টি জানান।

তার পরের দিন বিষয়টি প্রধান শিক্ষককে অভিযোগ আকারে জানান। কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে গত দুই দিনেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হয়নি। ফলে শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ করেন।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক শহিদ আলী। তার দাবী, স্থানীয় ইউ-পি সদস্য ওই ছাত্রীর মাকে দিয়ে তার বিরুদ্ধে যড়ষন্ত্র মুলক ভাবে মিথ্যা অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা জানান, বিষয়টি জানার পর ওই শিক্ষককে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।