হাতীবান্ধায় বাড়ীর সামনেই খুন হলেন কৃষক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দোয়ানী এলাকায় বাড়ির সামনে বসে থাকা অবস্থায় তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা।

রোববার, ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যাক্তির নাম আব্দুল মালেক। তার বয়স আনুমানিক ৪২বছর। মালেক গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকার আব্দুল বারেক’র পুত্র।

পরিবারিক সুত্রে জানা গেছে, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ না থাকায় তিনি বাড়ির বাইরে বসে ছিলেন। এলাকাটি অন্ধকার ছিলো। এসময় দুর্বৃত্তরা পিছন থেকে তার মাথায় আঘাত করে। এতে তার আর্তচিৎকার পরিবারের লোকজন ছুটে আসে। ততক্ষনে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে পারিবারিক একটি সুত্র ধারণা করছে।

লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার আজ সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার জানান, পিছন থেকে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল মালেক’র মৃত্যু ঘটে। মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হত্যাকান্ডের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

জেএম/রাতদিন