হাতীবান্ধায় বিনামূল্যে রক্তের গ্রুপ জানালো দুটি সংগঠন

হাতীবান্ধায় কিশোরদের ব্লাড গ্রুপ নির্ধারন। ছবিঃ রাতদিন নিউজ
0

লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনামুল্যে রক্তের গ্রুপ যৌথভাবে নির্ধারণ করে দিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার, ৬ জানুয়ারি উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্জ জমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারণের আয়োজন করে ‘হেল্প’ ও ‘বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল’ সংগঠন দুটি।

এ সম্পর্কিত আরও খবর...

এসময় উপস্থিত ছিলেন ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর শিরিন, আলহাজ্জ জমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবলু, হেল্প’র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সদস্য এমকে সুজন, আশিকুল ইসলাম  এবং ‘বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল’র সভাপতি হাসান মাহদী সরকার, সম্পাদক শাহ আশিক খন্দকারসহ সংগঠনের সদস্য।

আয়োজন সম্পর্কে নিজের অনুভূতি জানিয়ে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর শিরিন বলেন, ‘তরুনদের এমন উদ্যোগে আমি খুবই খুশি। প্রত্যন্ত গ্রামের এইসব শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা নেই। হয়তো নানা কারণে জানার সুযোগও হয়ে ওঠে না’। তরুনদের এ ধরণের সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান তিনি।

মতামত দিন