হাতীবান্ধায় হেলমেট কিনলে মামলা থেকে অব্যাহতি

লালমনিরহাটের হাতীবান্ধায় অনুষ্ঠিত হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন ডে। ‘ট্রাফিক আইন মেনে চলুন, সড়ক নিরাপদ রাখুন’ এ শ্লোগান সামনে রেখে হাতীবান্ধা ট্রাফিক পুলিশ এ কর্মসূচী পালন করছে।

হাতীবান্ধা উপজেলা ট্রাফিক পরিদর্শক আব্দুল কাদেরের নেতৃত্বে আয়োজিত চলমান এ ক্যাম্পেইনে আলোচিত বিষয় হয়ে উঠেছে ‘ভ্রাম্যমান হেলমেটের দোকান’।

জানা গেছে ট্রাফিক পুলিশের ক্যাম্পেইন ডে উপলক্ষে তাদের ডাকে সাড়া দিয়ে স্থানীয় হেলমেট ব্যবসায়ীরা অস্থায়ী দোকান দিচ্ছেন অভিযানস্থলে। যেখান থেকে মোটরসাইকেল চালকরা ন্যায্যমূল্যে হেলমেট কেনার সুযোগ পাচ্ছেন।

আর ভ্রাম্যমান ওই দোকান থেকে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীরা হেলমেট কিনলেই তাদের ‘হেলমেট মামলা’ থেকে অব্যাহতি দেয়া হচ্ছে।

‘ভ্রাম্যমান হেলমেটের দোকান’ নামের এই কর্মসূচী ইতিমধ্যে জেলা জুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।