হারলো বার্সেলোনা, প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়ালের জয়

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। মুখোমুখি  দুই সেরা ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। উত্তেজনায় ঠাসা এই ম্যাচে শুরু থেকেই চলে আক্রমন-পাল্টা আক্রমন। শেষে রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে জিতেছে ৩-১ গোলে।

আজ শনিবার, ২৪ অক্টোবর ন্যু ক্যাম্পে শুরুতে এগিয়ে যায় রিয়াল।পাঁচ মিনিটেই করিম বেনজেমার পাস থেকে বল পেয়ে দারুণ এক প্লেসিং শটে গোল করেন রিয়াল মাদ্রিদের ফেডেরিকো।

অবশ্য অল্প কিছুক্ষণের মধ্যে গোলটি শোধ করে বার্সেলোনা। ম্যাচের আট মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে রিয়াল গোলরক্ষকে পরাস্ত করেন বার্সার তরুণ স্ট্রাইকার আনসু ফাতি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রিয়ালেকে পরপর আক্রমনে কোনঠাসা করে রাখে বার্সেলোনা। দারুণ কয়েকটি সুযোগও পায়। কিন্তু কেউই কাজে লাগাতে পারেননি।

ম্যাচের ৬৩ মিনিটে রিয়ালকে পেনাল্টি থেকে গোল করে আবার এগিয়ে দেন সার্জিও।ফাউলের শিকার পেনাল্টি থেকে রামোস নিজেই গোল করে ২-১ রিয়ালকে এগিয়ে নেন।

ম্যাচের শেষ মিনিটে গোল করে ব্যবধান আরো বড় করেন লুকা মদ্রিচ। ব্যবধান বাড়িয়ে রিয়ালকে ৩-১ জয় এনে দেন।

বার্সেলোনার চেষ্টার কমতি ছিল না।কিন্তু ম্যাচে ফিরতে পারেনি।তবে এদিন অনেকটাই নিষ্প্রভ ছিলেন দলটির সবচেয় বড় তারকা লিওনেল মেসি।

আরআই/রাতদিন