হারাগাছ পৌর নির্বাচন: উৎসবমুখর শান্তিপূর্ণ ভোটগ্রহন, সন্তুষ্ট ভোটাররা

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০ কেন্দ্রে সকাল থেকে শুরু হওয়া এই ভোটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকালে দিকে নারী ভোটার উপস্থিতি চোখে পড়ার মত হলেও পুরুষ ভোটারের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম।

রোববার, ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভোটগ্রহন কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে ।  
এ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪জন,  তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন এবং  ৯টি ওয়ার্ডে  কাউন্সিলর পদে ৪৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে । মোট ভোটার সংখ্যা ৪৯ হাজার ১৭জন  এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৬’শ ৯৩জন এবং নারী ভোটার ২৫ হাজার ৩’ ২৪ জন।  ভোটাররা ইভিএম প্দ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এখানে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা।

সরেজমিনে কেন্দ্রে কেন্দ্রে প্রার্থী, কর্মী এবং সমর্থকদের সরগরম উপস্থিতি দেখা গেছে। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটাররা বলেছেন, এলাকার উন্নয়নের স্বার্থে সৎ, যোগ্য, শিক্ষিত ও অভিজ্ঞ প্রার্থীকেই ভোট দিবেন তারা।

প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ নিয়ে কারো মধ্যে কোনো দ্বিধাবোধ নেই। সচেতন ভোটাররা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৯ জন আনসার সদস্য ও ৬ জন পুলিশ সদস্য রয়েছে।

এছাড়াও পুরো নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি, পুলিশের তিনটি স্টাইকিং ফোর্স, ৬টি মোবাইল টিম, র‌্যাবের তিনটি টিম মোতায়েন রয়েছে। একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে রয়েছেন বলে জানান ওই নির্বাচন কর্মকর্তা।

জেএম/রাতদিন

মতামত দিন