হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখে এলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 রোববার, ৩ মার্চ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।

পরে হাসপাতালে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিনী রাশিদা খানমও উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্রের বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওবায়দুল কাদেরের পাশে কিছু সময় অতিবাহিত করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাঁরা কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করেন এবং তার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

এর আগে সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এইচএ/রাতদিন