হিলি চেকপোস্ট দিয়ে ফিরলেন আরও ৪ বাংলাদেশি

কলকাতার বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া ৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

শুক্রবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন। এ নিয়ে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন মোট ২৫৯ জন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজকেও এ ইমিগ্রেশন দিয়ে ৪ জন দেশে ফিরেছেন।

তিনি আরও বলেন, অ্যান্টিজেন টেস্ট শেষে তাদের স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতফেরত যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে আসলেও তাদের করোনা টেস্ট করছি। এখন পর্যন্ত ভারতফেরত ৯ যাত্রী করোনায় শনাক্ত হয়েছে।

এনএ/রাতদিন

মতামত দিন