১ম দফার ১৭ পৌরসভায় জয়ী আ.লীগ, স্বতন্ত্র ৪, বিএনপি ২

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিশাল বিজয় পেয়েছেন। আজ সোমবার, ২৮ ডিসেম্বর ২৪টি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে ১৭টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন চারটিতে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন দুইটিতে।

এ ছাড়া খুলনার চালনা পৌরসভায় ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে মেয়র পদপ্রার্থী মারা যাওয়ায় ফল স্থগিত করা হয়েছে।

২৪ পৌরসভায় পাঁচটি দল ও স্ব্বতন্ত মিলিয়ে মেয়র পদে ৯৪ প্রার্থী ভোটের লড়াইয়ে ছিলেন। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী ছিল মেয়র পদে।

জিতলেন যারা:

রংপুরের বদরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী টুটুল পেয়েছেন ৯ হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র পার্থী আজিজুল হক পেয়েছেন ৪ হাজার ৪৭৮ ভোট।

কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী কাজিউল ইসলাম পেয়েছেন ২০ হাজার ৫৭১ ভোট। নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ৫ হাজার ২৬৪ ভোট।

ঠাকুরগাঁও পীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক পেয়েছেন ৯ হাজার ১৩৩। তার নিকটতম বিএনপির রেজাউল করিম রাজা ২ হাজার ৭৯০ ভোট।

পঞ্চগড় পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী জাকিয়া খাতুন ১২ হাজার ৫৬ ভোট। তার নিকটতম বিএনপি প্রার্থী তৌহিদুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট।

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন পেয়েছেন ৭ হাজার ৭৪৭ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।

ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির ২৩ হাজার ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  নিকটতম বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট।

বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের এবিএম গোলাম কবির পেয়েছেন ৫ হাজার ৯১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হুমায়ূন কবির মল্লিক পেয়েছেন ৫৩২ ভোট।

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন পেয়েছেন ২১ হাজার ৬৩৩ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মজিবুল হক মালিক মজু পেয়েছেন ৭ হাজার ৬০৭ ভোট।

পটুয়াখালী কুয়াকাটায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৩৩৩ ভোট এবং তার নিকটতম আওয়ামী লীগের আঃ বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট।

সিরাজগঞ্জ শাহজাদপুরে আওয়ামী লীগ প্রার্থী মনির আক্তার খান তরুলোদী ২৯ হাজার ৮৭ ভোট। ধানের শীষ প্রার্থী মাহমুদুল হাসান সজল পেয়েছে ১ হাজার ৮৬৭ ভোট।

নেত্রকোনা মদন পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম ৩ হাজার ১৪১ ভোট। নিকটতমত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন ১ হাজার ৮৬৯ ভোট।

মানিকগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী রমজান আলী ৩১ হাজার ৫৮৫ ভোট। নিকটতম বিএনপির প্রার্থী আতাউর রহমান আতা ভোট পেয়েছেন ২ হাজার ৩৩৪টি।

পাবনার চাটমোহরে আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো পেয়েছেন ৬ হাজার ৮১২ ভোট। তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান পেয়েছেন ৮৪২ ভোট।

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৬ ভোট।

চট্টগ্রাম সীতাকুণ্ডে আওয়ামী লীগের বদিউল আলম ১০ হাজার ৭৭১ ভোট। নিকটতম বিএনপির আবুল মনসুর পেয়েছেন ৩ হাজার ৩০ ভোট।

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির প্রার্থী আল মামুন খান পেয়েছেন ৫ হাজার ৯২০ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন ৫হাজার ১৬০ ভোট।

রাজশাহীর কাটাখালীতে আওয়ামী লীগ প্রার্থী আব্বাস আলী পেয়েছেন ১৬ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান (জগ) পেয়েছেন ৮৫৬ ভোট।

কুষ্টিয়ার খোকসায় স্বতন্ত্র পার্থী ইকরামুল আলম পেয়েছেন ৯ হাজার ১৩৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট।

বরিশাল জেলায় বাকেরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া পেয়েছেন ৭ হাজার ৪১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খলিলুর রহমান ২ হাজার ৪১১ ভোট। উজিরপুরে আওয়ামীলীগের গিয়াস উদ্দিন বেপারী পেয়েছেন ৫ হাজার ৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শহিদুল ইসলাম খান পেয়েছেন ৭৬৫ ভোট।

ময়মনসিংহ গফরগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন পেয়েছেন ১২ হাজার ৪১১ ভোট। নিকটতম ধানের শীষের প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১৯০ ভোট।

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে বিএনপি প্রার্থী মো. ফরিদ আহমেদ অলি পেয়েছেন ৩ হাজার ৮৪০ ভোট। নিকটতম আওয়ামী লীগের প্রার্থী মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন তিন হাজার ১৩৯ ভোট।

সুনামগঞ্জ দিরাইয়ে আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায় পেয়েছেন ৫ হাজার ৯১০ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোশারফ মিয়া পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট।

এইচএ/রাতদিন