১০০ দিন পরেই বিশ্বকাপ ক্রিকেট

বিশ্বকাপ ক্রিকেটের সবচাইতে মর্যাদাপুর্ন আসর বিশ্বকাপ। আর মাত্র ১০০ দিন পর শুরু হচ্ছে এবারের আসর। বিশ্বকাপের দ্বাদশ এই আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।

আগামী ৩০ মে শুরু হওয়া এই আসর চলবে ১৪ জুলাই পর্যন্ত। এতে অংশ নেবে ১০ টি দল। আয়োজক ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে।

গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৪টি দল সরাসরি সেমিফাইনাল খেলবে। বিজয়ী দল দুটি অংশ নেবে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে।

দীর্ঘ ২০ বছর পর আবার ইংল্যান্ড আয়োজন করছে এবারের বিশ্বকাপ। ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। তখন এটির নাম ছিল প্রুডেন্সিয়াল কাপ। চূড়ান্ত খেলায় ওয়েস্ট ইন্ডিজ দল ১৭ রানের ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথম বিশ্বকাপ জয় করে।

এবারে মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলো হবে মোট ১১ টি ভেন্যুতে। আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নিচ্ছে। র‌্যাংকিংয়ে শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি এবং ওয়েষ্ট ইন্ডিজ ও আফগানিস্তান বাছাই পর্ব পেরিয়ে অংশ নিচ্ছে এই আসরে।

বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচী:

তারিখ ম্যাচ ভেন্যু
৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল
৩১ মে উইন্ডিজ-পাকিস্তান নটিংহাম
১ জুন নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা কার্ডিফ  (দি/রা)
১ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়া ব্রিস্টল
জুন বাংলাদেশদক্ষিণ আফ্রিকা ওভাল
৩ জুন ইংল্যান্ড- পাকিস্তান নটিংহাম
৪ জুন আফগানিস্তান-শ্রীলঙ্কা কার্ডিফ
৫ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা সাউথাম্পটন
জুন বাংলাদেশনিউজিল্যান্ড ওভাল (দি/রা)
৬ জুন অস্ট্রেলিয়া-উইন্ডিজ নটিংহাম
৭ জুন পাকিস্তান-শ্রীলঙ্কা ব্রিস্টল
জুন বাংলাদেশইংল্যান্ড কার্ডিফ
৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড টন্টন  (দি/রা)
৯ জুন ভারত-অস্ট্রেলিয়া ওভাল
১০ জুন দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ সাউথাম্পটন
১১ জুন বাংলাদেশশ্রীলঙ্কা ব্রিস্টল
১২ জুন অস্ট্রেলিয়া-পাকিস্তান টন্টন
১৩ জুন ভারত-নিউজিল্যান্ড নটিংহাম
১৪ জুন ইংল্যান্ড-উইন্ডিজ সাউথাম্পটন
১৫ জুন দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান কার্ডিফ (দি/রা)
১৬ জুন ভারত-পাকিস্তান ওল্ড টার্ফোড
১৭ জুন বাংলাদেশউইন্ডিজ টন্টন
১৮ জুন ইংল্যান্ড-আফগানিস্তান ওল্ড টার্ফোড
১৯ জুন নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এজভাস্টন
২০ জুন বাংলাদেশঅস্ট্রেলিয়া নটিংহাম
২১ জুন ইংল্যান্ড-শ্রীলঙ্কা হেডিংলি
২২ জুন ভারত-আফগানিস্তান সাউথাম্পটন
২২ জুন উইন্ডিজ-নিউজিল্যান্ড ওল্ড টার্ফোড
২৩ জুন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা লর্ডস
২৪ জুন বাংলাদেশআফগানিস্তান সাউথাম্পটন
২৫ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস
২৬ জুন নিউজিল্যান্ড-পাকিস্তান এজভাস্টন
২৭ জুন উইন্ডিজ-ভারত ওল্ড টার্ফোড
২৮ জুন শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ডারহাম
২৯ জুন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস (দি/রা)
৩০ জুন ভারত-ইংল্যান্ড এজভাস্টন
১ জুলাই শ্রীলঙ্কা-উইন্ডিজ ডারহাম
জুলাই বাংলাদেশভারত এজভাস্টন
৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ডারহাম
৪ জুলাই আফগানিস্তা-উইন্ডিজ হেডিংলি
জুলাই বাংলাদেশপাকিস্তান লর্ডস
৬ জুলাই শ্রীলঙ্কা-ভারত হেডিংলি
৬ জুলাই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওল্ড টার্ফোড (দি/রা)
৯ জুলাই প্রথম সেমি ফাইনাল (১-৪) ওল্ড টার্ফোড
১০ জুলাই রিজার্ভ ডে ওল্ড টার্ফোড
১১ জুলাই দ্বিতীয় সেমি ফাইনাল এজভাস্টন
১২ জুলাই রিজার্ভ ডে এজভাস্টন
১৪ জুলাই ফাইনাল লর্ডস
১৫ জুলাই রিজার্ভ ডে লর্ডস