২০ হাজার রানের ক্লাবে নতুন সদস্য কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন বিরাট কোহলি। বিরাট কোহলি তার নামের পাশে আরেকটি রেকর্ড যুক্ত করলেন।

ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আরেকটি মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি। ১২তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি।

এই ১২ জন ক্রিকেটারের মধ্যে একমাত্র বিরাট কোহলিরই ৫৬.৫০ গড়ে রান । যা আর কারও নেই।

কোহলিকে তুলনা করা হচ্ছে তারই স্বদেশী সাবেক ক্রিকেটার সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সঙ্গে।

টেস্ট,ওয়ানডে ও টি২০ মিলে শচীন টেন্ডুলকার সর্বমোট রান করেছেন ৩৪ হাজার ৩৫৭। এই রান করতে শচীন টেন্ডুলকারকে মোট ৬৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়েছিল।

৩০ বছর বয়সী বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এখন পর্যন্ত টেস্টে ৫৩.৭৬ গড়ে রান করেছেন ৬ হাজার ৬১৩। ওয়ানডেতে ৫২.৮১ গড়ে রান করেছেন ১১ হাজার ১২৪ এবং টি-টোয়েন্টিতে ৫০.২৮ গড়ে রান করেছেন ২ হাজার ২৬৩ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই বিরাট কোহলির গড় রান ৫০ এর উপরে যা অন্য কোন ক্রিকেটারের নেই।

শান্ত/রাতদিন