৩ দফা দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থাসহ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

বুধবার, ৬ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বেরোবির শিক্ষার্থীরা। এসময় প্রায় ৫ ঘন্টা সড়ক অবোরধ করে রাখে আন্দোলনরত শিক্ষর্থীরা।

ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছুকদের হলে থাকার অনুমতি প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও এই আন্দোলনের সাথে জড়িতদের হয়রানি বন্ধ করা- এই তিন দাবীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এর আগে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে প্রশাসনিক ভবন ঘেরাও করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, এই তিনটি দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতিশ্রুতি না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

এনএইচ/রাতদিন