৩ জনের দায় স্বীকার, মূল পরিকল্পনা রংমিস্ত্রির: র‌্যাব

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় তিনজন র‍্যাবের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর সন্ধ্য়ায় -১৩ এর অপারেশন অফিসার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানমের ভাইয়ের করা মামলায় গ্রেফতার তিনজনকে দিনাজপুর থেকে র‍্যাব-১৩ এর সদর দফতরে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তারা র‌্যাবকে জানায়, তাদের সাথে এ কাজে যুক্ত হয়েছিল উপজেলার চক বামনদিয়া বিশ্বনাথপুর গ্রামের পেশায় রং মিস্ত্রি নবিউল ইসলাম ও সান্টু।

উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, এটি একটি নিছক চুরির ঘটনা। আর এর মূল পরিকল্পনাকারী রংমিস্ত্রি নবিউল।

এবি/রাতদিন