৫০ ডিমের বাজি! খেতে গিয়ে প্রাণ হারালেন সুভাষ

বাজি ধরার মূল্য দিতে গিয়ে প্রাণ হারালেন সুভাষ! ডিম খাওয়ার বাজি ধরে খেতে গিয়ে মৃত্যু হয় তার।

ভারতের উত্তরপ্রদেশের জৈনপুর জেলার বাসিন্দা সুভাষ যাদব (৪২)। মাত্র ২ হাজার টাকার জন্য একনাগাড়ে ৫০টি ডিম খাওয়ার বাজি ধরেছিলেন তিনি।

বাজিতে জয়ীও হতে যাচ্ছিলেন প্রায়। কিন্তু একেবারে শেষ দিকে মাটিতে লুটিয়ে পড়ে হারিয়ে ফেলেন জ্ঞান। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সোমবার, ৪ নভেম্বর ভারতীয় বার্তাসংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) বলছে, ডিম খাওয়ার এক চ্যালেঞ্জের মূল্য প্রাণের বিনিময়ে দিয়েছেন সুভাষ।

পুলিশ বলছে, সুভাষ যাদব তার বন্ধুর সঙ্গে ডিম খাওয়ার বাজি ধরেছিলেন। এ জন্য তারা স্থানীয় বিবিগঞ্জ বাজারে যান। ডিম খাওয়ার জন্যই তারা বাজারে গিয়েছিলেন। সেখানে পৌঁছার পর সুভাষের সঙ্গে তার বন্ধুর ডিম খাওয়া নিয়ে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে ৫০টি ডিম খাওয়ার চ্যালেঞ্জ দেয়া হয় সুভাষকে। বলা হয়, খেতে পারলে দুই হাজার রুপি পাবেন তিনি।

সুভাষও বাজিতে রাজি রয়ে যান এবং ডিম খাওয়া শুরু করেন। টানা ৪১টি ডিম খেয়ে ফেলেন। খাওয়ার জন্য ৪২ নম্বর ডিমটি মাত্র হাতে তুলে নেন তিনি। কিন্তু সেটি আর মুখে পুড়তে পারেননি। সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় জনগণ প্রথমে তাকে উদ্ধারের পর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে এক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেছেন সুভাষ। তবে সুভাষের পরিবারের সদস্যরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এনএইচ/রাতদিন