৮০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত, ভাসছে রংপুর মহানগরী

রংপুরে বিগত ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভাসছে গোটা রংপুর নগরী। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার রাত থেকে আজ রোবাবার, ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত এখানে ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপার্ত রেকর্ড করা হয়েছে।

টানা বর্ষণের পানিতে নগরীর ১৪৮টি পাড়া-মহল্লা তলিয়ে গেছে। বাড়িঘর-দোকানপাটেও পানি ঢুকেছে। সকালে বৃষ্টি থাকলেও দুপুরের পর তা কমে আসে।

অনেক সড়কে হাঁটু সমান পানি। নগরীর মূল সড়কের পাশাপাশি শাখা সড়ক ও বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে।

জাহাজ কোম্পানি মোড়, গ্র্যান্ড হোটেল মোড়, মিস্তিরি পারা, খলিফা পাড়া, কলেজ রোডসহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পানির নিচে তলিয়ে আছে। নগরবাসী এমন জলাবদ্ধতার জন্য শ্যামাসুন্দর খাল ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়াকে দায়ী করেছেন।

এদিকে রাত থেকে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। সবমিলিয়ে ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছেন রংপুর নগরবাসী। যা স্মরণকালেও মুখোমুখি হতে হয়নি তাদের।

জেএম/রাতদিন