হঠাৎ পদত্যাগ করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট!

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে ৬ বছর ধরে দায়িত্ব পালন করেছেন এই পদে। মেয়াদ পূর্ণ হতে এখনও বাকি আছে তিন বছর। কিন্তু সোমবার, ৭ জানুয়ারি অনেকটা হঠাৎই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বিবিসি’র খবরে বলা হয়েছে, তাঁর এই পদত্যাগ কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে।

এ সম্পর্কিত আরও খবর...

উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো উন্নয়নে কাজ করে এমন একটি প্রতিষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছেন বলে বিদেশী সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

বেশ কিছুদিন যাবৎ তাঁর ট্রাম্প প্রশাসনের সাথে মতবিরোধের বিষয়টি প্রচ্ছন্ন ছিলো। বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নে অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার মতবিরোধের মধ্যেই সোমবার বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জিম ইয়ং কিমের পদত্যাগের এ ঘোষণা এলো।

আপাতত বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে বিবিসির এক খবরে বলা হয়।

মতামত দিন