সৈয়দপুরে আগুনে পুড়ল ৫ দোকান
নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার নিয়ামতপুরে (আদানীমোড়) আগুনে পুড়ে পাঁচটি দোকান ছাই হয়েছে। সোমবার, ৭ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবি করেছেন।
জানা গেছে, অনিক সু স্টোরের মালিক মিজানুর রহমানের একটি গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতেই তা ছড়িয়ে পাশের মানিকের ইলেকট্রনিক্স, লাজুর গো খাদ্য, আরমানের হার্ডওয়্যার এবং সুমনের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে ছড়িয়ে যায়।
খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পাঁচটি দোকানই পুড়ে যায়।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ।
এসকে/০৮.০১.১৯