টেস্ট এবং ওয়ানডে সিরিজে দারুণ খেলা বাংলাদেশ দল চাইবে বছরটা সিরিজ দিয়ে শেষ করতে। সে লক্ষ্যেই প্রথম টি২০ হেরে যাওয়া বাংলাদেশ দল আজ মরিয়া হয়ে খেলবে জয়ের জন্য। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাচের আগে জানান, টি-২০ সিরিজটা জিতে দেশের ভক্তদের ক্রিস্টম্যাস উপহার দিয়ে চান। আর তা করতে হলে শেরেবাংলা স্টেডিয়ামে আপাতত জয়ের বিকল্প নেই দলের সামনে। দুই দলের এমন অবস্থায় বাংলাদেশ দল আজ মাঠে নামছে সিরিজ বাঁচানোর ২য় টি২০ ম্যাচটি খেলতে।
বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশী। সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে চার পেসার নিয়ে নামতে পারেন সাকিবরা। এছাড়া প্রথম টি-২০ ম্যাচটায় সাতে ব্যাট করতে নেমে দলকে ভরসা দিতে পারেননি আরিফুল হক। বেশ কিছু বলে শট খেলার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। এছাড়া তার বোলিংটা টি-২০ ফরম্যাটে দলের বিশেষ দরকারে আসে না। বাংলাদেশ দলে তাই এ ম্যাচে তার জায়গায় আসতে পারে মোহাম্মদ মিঠুন।
মিরপুরের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলেই ধারনা করা হচ্ছে। ২০১৮ সালের শুরুর দিকে শ্রীলংকার বিপক্ষে এখানে খেলা সর্বশেষ টি-২০ ম্যাচে ১৯০ ছাড়ানো রান করে দু’দল। প্রথমে ব্যাট করলে তাই বাংলাদেশ দলকে তুলতে হবে বড় রান। সেই রান তুলতে গিয়ে সিলেটের মতো হুড়মুড়িয়ে উইকেট পড়লে বিপদের সমুহ সম্ভাবনা থাকবে, যা বাংলাদেশ কখনোই চাইবে না। আবার পরে ব্যাট করলে বড় রান তাড়া করার মানসিক প্রস্তুতি রাখতে হবে তামিম-সৌম্যদের। সেক্ষেত্রে টস ভাগ্য একটি বড় নির্নায়কের ভুমিকা রাখবে।
খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।