পতাকা-নৌকায় সবজির সমাহার!

‘নিরাপদ সবজি করব চাষ, পুষ্টি মিলবে বার মাস’। এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি শুরু হয়েছে সবজি মেলা। নানা জাতের সবজির সমাহার ঘটেছে এ মেলায়। কিছু সবজি এমনভাবে সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে, যা সহজেই নজর কাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের। সবুজ শিম ও লাল টমেটো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকার প্রতিচ্ছবি। সবজি দিয়ে বানানো হয়েছে নৌকা, তৈরি করা হয়েছে বিমানও। ঘুরতে গিয়ে সেসব ছবি তুলেছেন এনটিভির সিনিয়র ক্যামেরাপার্সন অজিত আইচ। দেখে নিন সেসব ছবি :

শিম আর টমেটো দিয়ে তৈরি জাতীয় পতাকা
নানা ধরণের সবজি একসাথে সাজিয়ে রাখা হয়েছে মেলায়
মটরশুটি-টমেটো দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র
সবজির নৌকা
সবজি দিয়ে হয় জুস
শাকসবজি বিক্রি করা যেতে পারে এভাবে
এসবেও আছে পুষ্টি
শাকসবজি বিক্রি করা যেতে পারে এভাবে
সালাদের পরিবেশনা
সবজি মেলায় দুই মেয়েসহ অজিত আইচ। চমৎকার ছবিগুলো তাঁরই তোলা

এইচএ/২৫.০১.১০