হাতীবান্ধায় ৪ পাথর শ্রমিকের জেল
জেলার হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৪ শ্রমিককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন তাদের প্রত্যেককে ২০দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তিস্তা ব্যারাজের উজানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
দন্ডপ্রাপ্তরা হলেন, নিলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুল হকের ছেলে হানিফ, আবুল হোসেনের ছেলে গোলাম রব্বানী,জহুরুদ্দিনের ছেলে মজিবর রহমান,আব্দুর জব্বারের ছেলে মাহাতাব উদ্দিন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাজাপ্রাপ্তরা তিস্তা নদী থেকে মেশিনের সাহায্যে অবৈধ ভাবে পাথর তুলছিল। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন প্রত্যেকে ২০দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বুধবার সকালে সাজাপ্রাপ্ত ওই ৪ জনকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে’।
এমআরডি-৩০/০১/২০১৯