রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পাঠানো হয়েছে জেলায়। মোট সাতজনের তালিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তালিকার শীর্ষে রয়েছেন রংপুর জেলা আ.লীগের সহসভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ আলী মিয়ার বড় ভাইয়ের ছেলে। দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী যাচাই-বাছাই এবং প্যানেল তৈরির লক্ষে মঙ্গলবার, ২৯ জানুয়ারি সন্ধ্যায় পীরগঞ্জ আ.লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ এবং ১৫ ইউপি চেয়ারম্যান অংশ নেয়।
সভায় উপজেলা আ.লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু দলীয় প্রার্থী হিসাবে একেএম ছায়াদত হোসেন বকুলের নাম তালিকার শীর্ষে রাখার প্রস্তাব করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, বকুলসহ আবেদনকারী সাত জনের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে।
একেএম ছায়াদত হোসেন বকুল বলেন, ‘বর্ধিত সভায় আমার নাম সর্বসম্মতিক্রমে শীর্ষে থাকায় আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দিবেন’।
জানা গেছে, গত উপজেলা পরিষদ নির্বাচনে একেএম ছায়াদত হোসেন বকুল সামান্য ভোটের ব্যবধানে বিএনপি নেতা নুর মোহাম্মদ মন্ডলের কাছে পরাজিত হয়েছিলেন।
তবে নুর মোহাম্মদ মন্ডল সদ্য আ.লীগে যোগদান করেছেন। তিনিও আ.লীগের মনোনয়ন প্রত্যাশী।
এসকে/৩০.০১.১৯