কুড়িগ্রামে আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি করে এক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ওই মটরসাইকেলটি চুরি হয়।
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি এই চুরির ঘটনা ঘটে।
তরিকুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মহিবুল ইসলাম খান বলেন, তরিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা পুলিশের একজন সদস্য। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, আদালতের কর্মচারী আল আমিন আহমেদ তার মোটরসাইকেলটি রেখে অফিস ভবনে চলে যান। কিছুক্ষণ পর অফিসের বাইরে এসে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আদালত ভবনে লাগানো সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে জানতে পারেন সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল তরিকুল ইসলাম মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছেন।
এ বিষয়ে আল আমিন আহমেদ বলেন, মোটরসাইকেল চুরির বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানালে ওই পুলিশ সদস্যকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
জেএম/রাতদিন