পাটগ্রামে ইউপি চেয়ারম্যানের ছেলে ফেন্সিডিলসহ ধরা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দুই জনকে আটক করেছে বিজিবি। ফেন্সিডিলসহ আটক ওই দু’জনকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ২৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার জোংড়া ইউনিয়নের পশ্চিম পানিয়াটারি সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকদের একজন খালিদ মোরশেদ টিটু (৩২)। তিনি জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলীর ছেলে। অপরজন বাউড়া ইউনিয়নের নবীনগর গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে যুগল চন্দ্র (৪০)। এসময় ধরলা ক্যাম্পের বিজিবি তাদের কাছ থেকে ১৩ বোতল ফেন্সিডিল জব্দ করে।

আটকদের বিরদ্ধে বিজিবি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে তাদেরকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া কম্পানী কমান্ডার আবুল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ‘তাদেরকে উপজেলার জোংড়া ইউনিয়নের পশ্চিম পানিয়াটারি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ আটক করা হয়।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হক জানান, ‘বিজিবি তাদের থানায় নিয়ে এসেছে। এজাহারের প্রস্তুতি চলছে। এজাহারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেএম/রাতদিন