আ.লীগ-বিএনপি’র হাতে মুক্তিযুদ্ধের অর্জন অনিরাপদ, এদের হটাতে হবে: সেলিম

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন দেশকে ধংসের কিনারায় নিয়ে গেছে। তাদের হাত থেকে দেশকে রক্ষায় ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে এবং আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে বাম গনতান্ত্রিক সরকার কায়েম করতে হবে।

শনিবার, ২৯ ফেব্রুয়ারি বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে এক জনসভায় এসব কথা বলেন। কমিউনিষ্ট পার্টির উদ্যোগে আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা দেন।

সমাবেশে প্রবীণ এই রাজনীতিক আরও বলেন, ব্যবস্থা বদলাতে হবে। রাজনীতি বাঁচাতে হবে। বিকল্প গড়ে তুলতে হবে। তিনি বলেন আওয়ামীলীগ বিএনপি দুটোই বুর্জোয়া দল। এদের হাতে মুক্তিযুদ্ধের অর্জন নিরাপদ নয়। এদের হটাতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। রংপুর বিভাগীয় কমিটির সমন্বয়ক মিহির ঘোষ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, রংপুর জেলার সভাপতি আফজালুর রহমান, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার সাধারণ সম্পাদক শাহীন রহমানসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। মিছিলটি রংপুর বিভাগীয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে রংপুর বিভাগে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা, টেক্সটাইলস মিল স্থাপনসহ ১৩ দফা দাবি জানানো হয়।

জেএম/রাতদিন