সুইপার ও স্যানিটারী কর্মীর মতো অতি সাধারন চাকুরীর জন্য মাস্টার্স অব টেকনোলজী, বিবিএ, এমবিএ, ইাঞ্জিনিয়ারসহ বড় বড় প্রফেশনাল ডিগ্রীধারীরা আবেদন করেছেন। আর মাত্র ১৪টি পদের জন্য এরকম উচ্চ শিক্ষিত প্রার্থীর সাড়ে চার হাজার আবেদন জমা পড়েছে। ভারতের তামিলনাড়ুতে সাম্প্রতিক এক নিয়োগ প্রক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।
২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর দেশটির তামিলনাড়ু সংসদ সচিবালয়ে ১০ জন সুইপার ও চারজন স্যানিটারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়।
আবেদনকারীর যোগ্যতা চাওয়া হয়েছিল, প্রার্থীকে অবশ্যই লম্বা হতে হবে এবং সর্বনিম্ন বয়স হবে ১৮ বছর। এর বিপরীতে ওই আবেদনপত্র জমা পড়ে।
যাচাই বাছাইয়ে দেখা যায়, আবেদনকারীদের অধিকাংশই উচ্চশিক্ষিত। এদের মধ্যে যেমন মাস্টার্স অব টেকনোলজি, ব্যাচেলর অব টেকনোলজি, এমবিএ, পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী রয়েছেন। তেমন রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মতো আবেদনকারীও।
আবেদনকারীদের অধিকাংশই চাকুরীর জন্য জোড় চেষ্টা চালাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত আবেদনকারীদের মধ্যে যাচাই বাছাই শেষে ৬৭৭ জন প্রার্থীর আবেদন বাতিল করে দেয়া হয়েছে। অবশিষ্টদের মধ্য থেকে নিয়োগদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।