আইএসের ‘কট্টর সমর্থক’ বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ায় প্রবাসি এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তবে ৩১ বছর বয়সী ওই বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি। তিনি সেখানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।

সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ছয়জনকে আটক করা হয়। এর মধ্যে দুজন মালয়েশিয়ার নাগরিক।

দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন এর খবরে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে তাদের আটক করা হয়।

এদিকে শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি একটি বিবৃতিতে দিয়েছে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন।

এতে তিনি উল্লেখ করেন, গত বছরের ১৯ ডিসেম্বর থেকে এ বছরের ২৮ জানুয়ারির মধ্যে জোহর, সিলাঙ্গর ও সাবাহ শহর থেকে ওই ছয়জনকে আটক করা হয়। এদের মধ্যে দুই মালয়েশিয়ানসহ বাংলাদেশ, সিঙ্গাপুর, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার একটি দেশের চারজন নাগরিক আছে।

অপরদিকে ওই বাংলাদেশির বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘গত বছর ১৯ ডিসেম্বর ওই বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়। আমাদের ধারণা, সে আইএসের (ইসলামিক স্টেট) কট্টর সমর্থক। সন্ত্রাসী গোষ্ঠীটির জন্যে জঙ্গি যোগান দেয়ার দায়িত্বে ছিল সে।’

এবি/রাতদিন