বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ মাহমুদ ওরফে মাহাদীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার, ২৫ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুমন মুৎসুদ্দী।
এদিকে র্যাবের তালিকাভূক্ত অপরাধী পলাশের নানা অপকর্মে লজ্জিত তার বাবা পিয়ার জাহান। ফলে তিনি বা তার পরিবারের কেউ পলাশের লাশ দেখতে চান না, এমনকি লাশ গ্রহণ করতেও চান না সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবাধ্য ছেলের লাশ আনব না। দাফনও করব না। ও সারা জীবন আমাদের জ্বালিয়েছে। মরে গিয়েও আমাদের ছোট করে গেল।’
তিনি বলেন, ‘সকাল থেকেই শতশত মানুষ আমাদের বাড়িতে আসছে। এটা আমার ও পরিবারের জন্য চরম লজ্জার।’
এবি/রাতদিন