বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল মঙ্গলবার, ৫ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। দুপুরের দিকে সচিবালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানকে উদ্ধৃত করে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
সাক্ষাতে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয় নিয়েও আলোচনা হবে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
এইচএ/রাতদিন