নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন ওমর জাহিদ মাসুম নামের এক বাংলাদেশি।
তিনি কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান দয়ারের ছোট ছেলে। ২০১৫ সালে স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ড যান তিনি। পরে তার স্ত্রীকে নিয়ে যান মাসুম ।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ পড়তে আগে ভাগেই মসজিদে যান মাসুম। তিনি প্রথম কাতারের ইমাম সাহেবের পিছনে মিম্বরের কাছে ছিলেন। পেছনে গুলির শব্দ শুনে মুসল্লিরা যখন ছুটাছুটি করছিল মাসুম তখন নিচে হেলে পড়েন। এই অবস্থায় একটি গুলি তার পিঠ ছুঁয়ে গেলে তিনি মেঝেতে শুয়ে পড়েন।
পরে পেছন থেকে লোকজন ছুটাছুটি করে একের পর এক তার ওপর পরে। পুলিশ লাশ সরাতে গিয়ে ওমর জাহিদকে জীবিত পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। গুলিটি তার পিঠের ওপরে লেগে বেরিয়ে যাওয়ায় তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে যান।
মাসুমের ভগ্নিপতি সানা উল্লাহ বাংলারিপোর্টকে জানায়, সন্ত্রাসী হামলার খবর পেয়ে তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর মাসুমের স্ত্রী টিনা আক্তার গুলিবিদ্ধ হওয়ার সংবাদ দেয়। হাসপাতাল থেকে রাতেই পুলিশ তাকে বাসায় পৌঁছে দেয়।
এইচএ/রাতদিন