বিনা অপরাধে কারাভোগী জাহালম বর্তমানে সবার কাছে পরিচিত একটি নাম। জাহালমকে নিয়ে চলচিত্র নির্মাণ করতে চেয়েছিলেন র্নিমাতারা। নির্মাতাদের এই উদ্যোগে বাধ সেধেছে দুদক। সিনেমা তৈরি না করতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছে তারা।
মঙ্গলবার ১৯ মার্চ আদালতের অনুমতি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করে দুদক।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান গণ মাধ্যমে বলেন, বুধবার ২০ মার্চ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানি হবে।
তিনি বলেন, ‘দুদক আদালতের অনুমতি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন দায়ের করেছে।’
বিচারাধীন বিষয়ে সিনেমা বানানো প্রসঙ্গে অ্যাডভোকেট খুরশীদ বলেন, ‘যেহেতু বিষয়টি এখনো বিচারাধীন। তাই এ বিষয়ে সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আমরা আবেদন করবো।’
অপরদিকে চলচিত্র নির্মাতা মারিয়া তুষার বলেন, সার্বিক পরিস্থিতি ও আইনী জটিলতা মাথায় রেখে ‘জাহালম’ চলচ্চিত্রটির নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে চলচ্চিত্র নির্মানের পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মারিয়া তুষার।
এনএইচ/রাতদিন