রংপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

নানা আয়োজেন রংপুরে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার ২ এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলোয়াতনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সমাজসেবা অধিদপ্তররের রংপুর বিভাগীয় পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এনামুল হাবীব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলাম ও রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা তৌহিদুল ইসলাম টুটুল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন ও সুশান্ত ভৌমিক।

পরে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্কিক স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এইচএ/রাতদিন