রংপুরে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে রংপুর জেলা ও মহানগর জাতীয় যুবসংহতি পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজনে করে মঙ্গলবার, ২ এপ্রিল।

বিকেলে সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে কেককাটা হয়। এরপর জেলা যুব সংহতির সভাপতি ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাাদক হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর উজ জামান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল বারী, মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহাসচিব মশিউর রহমান রাঙ্গার ব্যক্তিগত কর্মকর্তা শাহিন হোসেন জাকির , রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, যুব সংহতির সদর সভাপতি আলতাব, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহম্মেদ রাজু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসীর আরাফাত আসিফ, গংগাচড়া যুবসংহতির আহবায়ক আব্দুল মালেক, গোলাম মোস্তফা হিরা, যুব নেতা মহানগর সভাপতি, জেলা যুব নেতা আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক ।

ছবি : রাতদিন.নিউজ

এদিকে রাতে জাতীয় পার্টি কার্যালয়ে মহানগর যুব সংহতির আয়োজনে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও কবির হোসেন, মহানগর যুব সংহতির আহবায়ক শান্তি কাদেরি, যুগ্ন আহবায়ক বদিউজ্জামান বিপ্লব ও শরিফুল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক নুর ইসলাম, রংপুর মহানগর জাতীয় ছাত্রসমাজ সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছোটন, যুবনেতা মজু মিয়া ও রফিকুল ইসলাম।

এবি/রাতদিন