ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ দশে নেই আর্জেন্টিনা

ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা হয়নি আজেন্টিনা, জার্মানি ও ইতালির। সেরা দশের বাইরে এই তিন দলের মধ্যে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে ১১নম্বরে, জার্মানি ১৩ ও ইতালি ১৭ নম্বরে।

বৃহষ্পতিবার, ৪ এপ্রিল প্রকাশিত সর্বশেষ র‌্যাকিংয়ে শীর্ষস্থানে রয়েছে বেলজিয়াম। তাদের সংগৃহীত পয়েন্ট ১ হাজার ৭৩৭। এর থেকে তিন পয়েন্টে পিছিয়ে দুই নম্বর অবস্থানে আছে ফ্রান্স।

র‌্যাংকিংয়ে তিন নম্বর অবস্থানে রয়েছে ব্রাজিল। অপরিবর্তিত ১ হাজার ৬৭৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল র‌্যাংকিংয়ে তাদের আগের অবস্থান ধরে রাখলেও রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া পিছিয়েছে এক ধাপ। চার থেকে পাঁচে নেমে গেছে তারা। অন্যদিকে একধাপ এগিয়ে ইংল্যান্ডের অবস্থান চার নম্বরে।

একধাপ নিচে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও। ছয় থেকে সাতে নেমেছে পর্তুগাল। অন্যদিকে উরুগুয়ে একধাপ এগিয়ে উঠেছে ছয় নম্বরে। সেরা দশের অন্য তিনটি দল হলো সুইজারল্যান্ড (৮), স্পেন (৯) ও ডেনমার্ক (১০)।

১ ধাপ এগিয়ে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে ইরান। তাদের অবস্থান ২১এ।

র‌্যাকিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮৮ নম্বরে। যদিও আগের চেয়ে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ।

আরআই/রাতদিন