বেপরোয়া ‘বরকত’ লালমনিরহাটের তিনজনসহ নিল ৬ প্রাণ

বুড়িমারী-ঢাকা পথে চলাচলকারী ‘বরকত ট্রাভেলস’ কেড়ে নিয়েছে ছয় জনের প্রাণ। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার, ৫ এপ্রিল দিনগত রাত আড়াইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া (জুম্মারঘর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের হেলপার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকার সোহরাব আলীর ছেলে বিদ্যুৎ মিয়া (৩২), পাটগ্রাম উপজেলার ভোটহাটখাতা গ্রামের মহসিন আলীর ছেলে মাহাবুল আলম (২২) ও কচুয়ারপাড় এলাকার সফিউদ্দিনের ছেলে রবিউল ইসলাম রুবেল (১৬), রংপুরের মিঠাপুকুর উপজেলার তাজপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে রিয়াজ উদ্দিন (২০), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিশ্বাস বতকা গ্রামের ভুপেন সরকারের ছেলে সুনিল সরকার (৪৫) এবং টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লাবাজারের ভোলা নাথ সাহার ছেলে বিকাশ চন্দ্র সাহা (৪৫)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান চালকের ঘুম ও বেপরোয়া গতিকেই দায়ি করে বলেন, ‘দুর্ঘটনার সময় মহাসড়ক ফাঁকা ছিলো। ফলে বেপরোয়া গতিতে বাসটি চালাতে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি থেকে এর উপরের অংশ পুরোপুরি আলাদা হয়ে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।

গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল ইসলাম জানান, বরকত ট্রাভেলস নামের নৈশকোচটি ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল। পথে বালুয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এবি/রাতদিন