মাদকের টাকা না পেয়ে এসএসসি ফলপ্রত্যাশীর আত্নহত্যা

মিঠুন চন্দ্র রায়। বয়স মাত্র ১৭ বছর। তবে এ বয়সেই সে মাদকাসক্ত হয়ে পড়েছিল। নানা ভাবে টাকা জোগাড় করে সে প্রতিদিনই মাদক সেবন করতো। মাঝেমধ্যে টাকার জন্য সে বাড়িতেও চাপ দিতো।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার, ১১ এপ্রিল সে মায়ের কাছে মাদক কিনতে টাকা দাবি করে। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। ফলে অভিমানে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

মিঠুন চন্দ্র রায়ের  বাড়ি নীলফামারীর  সৈয়দপুর  উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের খড়খড়িয়া নদীরপাড় এলাকায়। সে ওই এলাকার তাপস চন্দ্র রায়ের ছেলে।

এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলপ্রত্যাশী ছিল সে। মিঠুন বেনীরহাট আমানতুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

 সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরমান হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এইচ/রাতদিন