সৈয়দপুরে শেষ হলো ‘বৈশাখী বইমেলা’

নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী বৈশাখী বইমেলা শেষ হয়েছে। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বইমেলা শেষ হয় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সাংসদ রাবেয়া আলীম।

এতে এসময় সেখানে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া, সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহরের বিশিষ্ট ঠিকাদার ও ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, সাংবাদিক ও গীতিকার কাজী জাহিদ, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সভাপতি আজমল সরকার, সৈয়দপুর বনিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম রেজা, ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুনিল চন্দ্র দাস, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ্ মো. রুবেল ও শেরে বাংলা উচচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাসাহিত্যিক আকমল সরকার রাজু।

গত শনিবার, ১৩ এপ্রিল ‘বই কিনি বৈশাখে পড়ি বার মাসে’ শ্লোগানকে সামনে রেখে
বইমেলা শুরু হয়েছিল।

এইচএ/রাতদিন