রংপুরের ৪ ফটোসাংবাদিকের ছবির প্রদর্শনী হবে ঢাকায়

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সারাদেশের ফটো সাংবাদিকদের নিয়ে প্রতিবারের মতো এবারো ‘রুপসী বাংলা’ শিরোনামে জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে।প্রতিযোগিতায় অংশ নিতে রাতদিননিউজের মেজবাহুল হিমেলসহ রংপুরের চার জন গেছেন ঢাকায়।

অপর তিন অংশগ্রহনকারী হলেন দৈনিক পরিবেশের সিনিয়র রিপোর্টার ও ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, দৈনিক যুগের আলোর সিনিয়র ফটো সাংবাদিক ও রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজালম এবং দৈনিক দাবানলের সিনিয়র ফটো সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ দাস।

জানা গেছে, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলা নববর্ষ উপলক্ষে ‘রুপসী বাংলা’ শিরোনামে প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

এবারের প্রতিযোগিতায় দেশের ৩৪ জেলার ফটোসাংবাদিকদের তোলা ছবি প্রদর্শনীর পাশাপাশি স্মরণিকা আকারে প্রকাশ হবে।

এবি/রাতদিন