মাছ ভেবে বড় ভাই ছুঁড়লো টেঁটা, মারা পড়লো ছোট ভাই

মুন্সিগঞ্জের শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র অরিয়ান (১৩) মাছ শিকারের জন্য সোমবার, ২২ এপ্রিল দুপুরে টেঁটা (খোঁচা) নিয়ে বাড়ির পুকুরপাড়ে অবস্থান করছিল। এমন সময় তার ছোট ভাই তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত (৮) পুকুরের অপর প্রান্ত থেকে ডুব দিয়ে কচুরিপানার নিচে এসে কচুরিপানা নাড়া দেয়।

এসময় বড় ভাই মাছ ভেবে টেঁটা ছুড়ে মারলে তার ছোট ভাই আরাফাতের পিঠে বিদ্ধ হয়। এ অবস্থায় বড় ভা্ইয়ের চিৎকারে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়।

তাদের বাড়ি শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামে। তারা ওই গ্রামের আপতু মোড়লের সন্তান।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুটির লাশ মিটফোর্ড হাসপাতালে আছে। পরিবারের লোকজন এলে ব্যবস্থা নেয়া হবে।

এইচএ/রাতদিন